কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের বাসিন্ধা ও বেতাগী গার্লস স্কুল এ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ হাওলাদার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি রবিবার দিবাগত রাতে কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্বীয়- স্বজন রেখে যান। তিনি বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। পরে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তর করেন। তিনি ২০০১ সালের ৬ জানুয়ারী বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যুতে বরগুনার বেতাগী, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কাঠালিয়া প্রেসক্লাব ও বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

