Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার উপর ভরসা রাখুন, পিরোজপুরে রেল লাইন আসছে -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

MEHADI HASAN
মার্চ ৪, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার নাজিরপুরে স্বপ্নযাত্রার ২বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বক্তব্যে তিনি বলেন,শেখ হাসিনার উপর ভরসা রাখুন, পিরোজপুরে রেল লাইন আসছে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতায় সম্ভাবনায় স্বপ্নযাত্রার ২বছরে পিরোজপুর-১আসন।বিএনপির আমলে লুটপাট, সন্ত্রাস,দূর্নীতির তালিকায় এগিয়ে ছিল।আমি গভির কৃতজ্ঞতা জানাই মানবতার জননী বাঙ্গালীজাতির শেষ আশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমার মত একজন মানুষকে মন্ত্রী বানিয়েছে, আমি গভির শ্রদ্ধা জানাই।করোনা কালিন সংকট মোকাবেলা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছে শেখ হাসিনার সরকার। তার নেতৃত্বে এগিয়ে গেছে স্বরুপকাঠি,নাজিরপুর,পিরোজপুরের উন্নয়ন।পিরোজপুরে-১ আসনে নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ ছিল, সন্ত্রাস, চাদাবাজী,টেন্ডার,ঘুষের লেনদেন বন্দ করতে হবে । আমি ঘুষ খাইনা এবং আমার নামে কেহ চাইলে,পুলিশে ধরিয়েদিন। স্বপ্নযাত্রার ২বছর উপলক্ষে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, পিরোজপুর-১আসনের উন্নয়ন ও সফলতা উযাপন কমিটি।

উপজেলা যুবলীগের সভাপতি চঞ্চলকান্তি বিশ্বাসের সঞ্চলননায় বুধবার বিকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিশাল জনসভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার কেশব লাল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বক্তব্য এসব কখা বলেন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পিরোজপুর -২ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ শাহ আলম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ্যাডভোকেট চন্ডি চরন পাল,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অমূল্য রঞ্জন হালদার, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুল,ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুর ইসলাম সাইফ,উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় মহিলা লীগের প্রচার সম্পাদক রোজী আকক্তার নাছরিন, ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম তাপস ,সহ জেলা উপজেলা আওয়ামীগের সহযোগীনেতৃবৃন্দ।

সাংস্কৃতিক গান পরিবেশন করেন শিল্পী মমতাজ বেগম, অনিক। বিশাল জনসভা জন সমুন্দ্রে পরিনিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।