“জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন ”এই শ্লোগানে নড়াইলে মাদকদ্রব্য রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মলিত কর্মপরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করেন নড়াইল জেলা প্রশাসক,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান, উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক হুমায়ুন কবির,সহকারী পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম,পরদির্শক মোঃ আব্দুস সালাম,উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তরা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    