বাগেরহাটের মোল্লাহাটে এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরফোজ শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে মোল্লাহাট থানার সামনে খুলনা- মাওয়া মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত আরফোজ শেখ উপজেলার কুলিয়া গ্রামের মৃত আকমান শেখের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শেখ আবুল হাসান নবধারাকে বলেন , আরফোজ শেখ মোল্লাহাট থানার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে খুলনা গামী একটি এ্যাম্বুলেন্স তাকে ধাক্কায় দিলে মহাসড়কে পড়ে গুরুত্বর আহত হণ। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরক চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) পাঠালে পথে তিনি মারা যান। এঘটনায় ঘাতক এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    