Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের আগুনে পুড়ে প্রতিবন্ধির মৃত্যু

MEHADI HASAN
মার্চ ১৯, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে লোহাগড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধি বাবর আলীর(৪৫) মৃত্য হয়েছে। গতকাল শুক্রবার(১৯ মার্চ) ভোর ৪টার দিকে লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার(১৮ মার্চ) রাত ১০ টার দিকে ঘুমিয়ে পড়েন বাবর আলী। শুক্রবার(১৯ মার্চ) ভোর ৪টার দিকে ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারের সদস্যরাসহ গ্রামের লোকজন আগুনের বিষয়টি টের পাবার সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বাবর আলীর মৃত্যু হয়েছে।

নিহত বাবর আলীর ভাই মোঃ বাদলসহ অন্যরা জানান অগ্নিকান্ডে ভাইয়ের জীবণ গেছে। ঘরসহ আসবাবপত্র পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪/৫ লাখ টাকার। লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। কিন্তু ততক্ষণে বাবর আলীর মৃত্য হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভীন প্রতিবন্ধী বাবর আলী আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনাটি শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বজনদের সাথে সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।