Nabadhara
ঢাকাশনিবার , ১২ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের নবীন বরণ

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
নভেম্বর ১২, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের প্রতি গঠনমূলক উপদেশ দিয়ে পড়াশোনার পাশাপাশি এইরকম সংগঠনে যুক্ত হয়ে নিজের কমিউনিকেশন স্কিল, লিডারশীপ বৃদ্ধি করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগ প্রভাষক মোঃ হুমায়ুন কবীর এবং সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান এবং সভাপতি শরিফুল ইসলাম নীরব।

এসময় উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক নিয়াজ আল হাসান, আইন বিভাগের প্রভাষক চয়ন চাকী, বিনা সাব-স্টেশন গোপালগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সিনিয়র অফিসার কিরন সাকার কুন্ডু এবং সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ রুহুল আমীন উপস্থিত ছিলেন।

ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক নিয়াজ আল হাসান বলেন, সিরাজগঞ্জ জেলা এ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক,মাদকমুক্ত এবং সহযোগিতামূলক সংগঠন। এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এসময় তিনি সংগঠনের সকলের মঙ্গল কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।