Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় নৌ পুলিশের বিশেষ অভিযানে অবৈধ চরপাটা ও বেউদি জালসহ ২ জেলে আটক

MEHADI HASAN
মার্চ ৩০, ২০২১ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় বড়দিয়া অঞ্চলে মধুমতি ও নবগঙ্গা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ চরপাটা ও বেউদি জালসহ সঞ্জয় বিশ্বাস (২৮) ও লক্ষন বিশ্বাস (৩০) নামে দু’জেলেকে আটক করেছে বড়দিয়া নৌ-ফাড়ী পুলিশ।

২৮ মার্চ (রবিবার) সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত সঞ্জয় বিশ্বাস ও লক্ষন বিশ্বাস খুলনা জেলার দিঘলিয়া থানার সোনাকুড়ি গ্রামের মৃত প্রবীন বিশ্বাস ও কৃষ্ণ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নড়াইল ও নৌপুলিশ সুপার ফরিদপুর অঞ্চলের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত দুই আসামীকে রেনু (চারা) মাছ ধ্বংসকারী দুই গাছা বেউদি জাল ও ৩ হাজার মিটার চরপাটা জালসহ আটক করা হয়।

উদ্ধারকৃত জাল জনসম্মুখে তাৎক্ষনিক আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জালের বাজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। আটকপূর্বক আসামীদের কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

উপজেলা মৎস অফিসার মোঃ রায়হান বলেন, “নদীতে কারেন্টজাল,পাটা জাল, কাথাজাল, বেউদিজালসহ কোন প্রকার জাল চলবে না। এই জালগুলো মাছের রেনু অর্থাৎ ডিমগুলো নষ্ট করে দেয়। এই ধরনের জাল ব্যাবহার করে যাতে কেউ দেশের ক্ষতি করতে না পারে, ডিমগুলো বেঁচে থাকে এবং মাছের উৎপাদন বাড়ে সেই জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদা নবধারা কে জানান, “নদীতে অবৈধ পাটা জাল ও বেউদি জালে মৎস নিধন ও রেনু ধ্বংসের অপরাধে আসামীদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।”

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।