Nabadhara
ঢাকাশনিবার , ৩ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় পানি বোতলজাত করায় কাশিয়ানিতে জরিমানা

MEHADI HASAN
এপ্রিল ৩, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী প্রতিনিধিঃ

 গোপালগঞ্জে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় পানি  বোতলজাত করা হচ্ছে। এ অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি  উৎপাদনের দায়ে “ছুনাম” পানি ফ্যাক্টরীর মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই ফ্যাক্টরীর সকল বোতলজাত পানি জব্দ করা হয়।

আজ শনিবার বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায়।

কাশিয়ানী উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক রথীন্দ্র নাথ রায়  জানান, উপজেলার ফুকরা এলাকার একটি বাড়ীতে ফ্যাক্টরী তৈরী করে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় অনঅনুমোদিত ভাবে বোতলজাত পানি উৎপাদন করে বাজারজাত করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্যাক্টিরীতে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বোতলজাত পানি উৎপাদন করার দায়ে ফ্যাক্টরীর মালিক নাঈম মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ফ্যাক্টরীতে থাকা সকল পানি জব্দ করার পাশাপশি বাজার থেকে পানির বোতল উঠিয়ে নেয়া ও পানি উৎপাদন না করার নির্দেশ দেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।