Nabadhara
ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ

MEHADI HASAN
মে ১, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে কৃষক লীগ। করোনাভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষক লীগ।

এরই অংশ হিসেবে আজ শনিবার সকালে উপজেলা কৃষক লীগের ৬০ সদস্যের একটি টিম শুয়াগ্রাম বিলে দীপংকর বালা নামে এক দরিদ্র কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দেয়। উল্লেখ্য, শুধু কৃষকলীগের পুরুষ সদস্যরাই নয়, নারী সদস্যরাও এ ধান কাটায় অংশ নেয়।

এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল, সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র উপস্থিত ছিলেন।

এদিকে, এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। কৃষক দীপংকর বালা বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েক দিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা কৃষক লীগকে ধন্যবাদ জানাই।

উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল বলেন,বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। তাই আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশক্রমে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ বোরো মৌসুমের শেষ পর্যন্ত আমরা এ ভাবে দরিদ্র কৃষকদের ধান কেটে দেবো।

 

অন্যদিকে, টুঙ্গিপাড়ায় আজ শনিবার “ছাত্রলীগ ছাত্রলীগ আমরা ছাত্রলীগ, নেত্রী মোদের শেখ হাসিনা, নেতা শেখ মুজিব” এই গান গাইতে গাইতে কৃষকের ধান কেটে দিয়েছে পৌর ছাত্রলীগ। করোনা ভাইরাসের কারণে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।

এরই অংশ হিসেবে সকালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম উপজেলার পাটগাতী ইউনিয়নের বিলে সনাতন বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয়।

এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।