Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে মাদক ব্যবসায়ী ও ডাকাত রফিকসহ গ্রেফতার ৪ 

MEHADI HASAN
মে ৭, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০ পিস ইয়াবাসহ স্বীকৃত মাদক বিক্রেতা ও দুধর্ষ ডাকাত রফিক (৪০) কে তার তিন সহযোগীসহ আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। শুক্রবার ৭ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৈলখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মাদক, চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন থানার ১৩ মামলার আসামী। রফিক উপজেলার শৈলখোলা গ্রামের হোসেন ফকিরের ছেলে।

এ অভিযানে একই গ্রামের তার দুই সহযোগী ফজলু ফকিরের ছেলে মতিয়ার ফকির (২৫) এবং মাহাফুজুল শেখের ছেলে রিপন শেখ (১৮) কে গ্রেফতার করা হয়। একই সময়ে অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানামূলে পার্শ্ববর্তী নলকোনা গ্রামের খালেক ফকিরের ছেলে শাহাবুদ্দিন ফকির (৫০) গ্রেফতার করে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার দিকনির্দেশনায় সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই শওকত হোসেনের নের্তৃত্বে এসআই আব্দুস সালাম, এসআই মিরাজ হোসেন খান সঙ্গীয় এএসআই ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম নবধারা কে জানান, মাদক ব্যবসায়ী রফিক ডাকাত মুকসুদপুর থানার ৪ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং মুকসুদপুর থানার একটি চুরি মামলার ১৬৪ ধারার স্বীকারোক্তিতে জড়িত আসামী। গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর আত্মীয় এবং তাদের প্রত্যেকের নামে একাধিক মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। একই সাথে গ্রেফতারকৃত শাহাবুদ্দিন ফকির মাদক সম্রাট রফিকের চাচা। তার বিরুদ্ধেও মাদক ও প্রতারণা সহ একধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।