Nabadhara
ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগের দাবিতে গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

MEHADI HASAN
মে ১৯, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগ ও প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা।

মানববন্ধনে প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরজুল ইসলাম, রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ রাজু, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, এস.এম. হুমায়ূন কবীর, মনোজ সাহা, মাহবুব হোসেন সারমাত, মোস্তফা জামান, চৌধুরী হাসান মাহমুদ, কবির মাহমুদ, মিজানুর রহমান মানিক, আজিজুর রহমান রনি, মেহেদী হাসান, লিয়াকত হোসেন লিংকন, ফকির মিরাজুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতারে দাবী জানান উপস্থিত সাংবাদিকরা। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগের দাবী জানানো হয়।

সাংবাদিক নেতারা বলেন, দেশের সবচেয়ে দূর্নীতিগ্রস্থ বিভাগ হলো স্বাস্থ্য খাত। সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে নির্যাতন করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না।

 

এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে একই দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ বক্তব্য রাখেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।