Nabadhara
ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা !

MEHADI HASAN
মে ২২, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে বয়োবৃদ্ধা সালেহা বেগমকে (৮০) পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়ির বারান্দার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।

স্থানীয়ভাবে জানা যায়, সালেহা বেগম শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে সালেহাকে পুড়িয়ে হত্যা করে। প্রায় ৮ মাস আগে (২০২০ সালের সেপ্টেম্বরের ২৬ তারিখে) জামরিলডাঙ্গা গ্রামের প্রতিপক্ষরা আরিফ খন্দকার নামে তার এক ছেলেকে কুপিয়ে হত্যা করে। এ নিয়ে দু’পরে মধ্যে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পরিবারের অভিযোগ, আরিফ খন্দকারের খুনি কাস্টমস অফিসার আকসির মোল্যা দলবল নিয়ে শুক্রবার রাতে সালেহার বাড়ীতে এসে হুমকি প্রদান করে। প্রতিপরে লোকেরা চলে যাবার কয়েক মুহুর্তের মধ্যে বারান্দায় ঘুমন্ত ছালেহা বেগম পুঁড়ে ছাই হয়ে যান। তিন বছর আগে জটিল রোগে আক্রান্ত হয়ে পাঘাতগ্রস্থ ছালেহা তার নিজ বসত ঘরের বারান্দায় ঘুমাতেন। মৃত ছালেহার ছেলে, পুত্রবধু ও কন্যা সহ পরিবারের অভিযোগ, অরিফ খন্দকারের হত্যাকারিরা এবার তার মা ছালেহাকে পুঁড়িয়ে হত্যা করেছে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় সহ জেলার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

এ ব্যাপারে পুলিশ সুপার প্রবীর কুমার রায় নবধারা কে বলেন, বয়োবৃদ্ধ সালেহা বেগমকে আগুনে পুঁড়িয়ে মারার বিষয়টি স্পর্শকাতর। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এ এলাকায় অনেকগুলো মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।