Nabadhara
ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে নড়াগাতীতে মানববন্ধন

MEHADI HASAN
মে ২২, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে নড়াইলের নাড়াগাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাড়াগাতী অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (২২ মে) বিকাল ৫ টার দিকে মুক্তিযোদ্ধা অফিস চত্তরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবলু মল্লিক ও সাংগঠনিক সম্পাদক করিম স্বপন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন টপ নউজ ২৪ এর ক্রাইম রিপোর্টার আফতাব হোসেন, নাড়াগাতী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম, থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান শামীমসহ বিভিন্ন পেশার মানুষ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য স্বাস্থ্য বিভাগের কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে তাকে আটক রেখে হেনস্থা করা হয়েছে। তার নামে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। সঙ্গতকারণে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।