Nabadhara
ঢাকারবিবার , ২৩ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন

MEHADI HASAN
মে ২৩, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধি :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গোপালগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির শিক্ষকরা এ কর্মসূচী পালন করে।

আজ রোববার (২৩ মে) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা। মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো: আহসান হাবিব হাসান, সাধারন সম্পাদক মো: আবুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবী জানান।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। ৭ দফা দাবীগুলো হলো, প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের জন্য ২০২১-২০২২ অর্থ বছরের অর্থ বরাদ্দ, কোড বিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভূক্ত করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০২১৮ সংশোধন করে আলিম শিক্ষক-০১ জনের পরিবর্তে এইচএসসি পাশ ০১ জন অন্তর্ভূক্ত করণ, প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ, প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় আসবাবপত্রসহ ভবন নির্মান ও প্রাইমারীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় স্থায়ী রেজিস্ট্রেশন এর ব্যবস্থা করণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।