Nabadhara
ঢাকাশনিবার , ৫ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল, ফাইনালে টুঙ্গিপাড়ার প্রতিপক্ষ কাশিয়ানি

MEHADI HASAN
জুন ৫, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে অনুষ্ঠিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ এর দ্বিতীয় সেমিফাইনালে কাশিয়ানি উপজেলা কোটালীপাড়া উপজেলাকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এদিকে ১ম প্রথম সেমি ফাইনালে গোপালগঞ্জ সদর কে হারিয়ে টুঙ্গিপাড়া উপজেলা ফাইনালে উঠেছে।

আজ শনিবার বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে এ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোটালীপাড়া উপজেলা ও কাশিয়ানী উপজেলা অংশগ্রহন করে। উভয় পক্ষের আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্য দিয়ে একে অপরের উপর প্রাধন্য বিস্তার করে। খেলার প্রথম অর্ধে কোটালীপাড়া উপজেলা গোল করে ১-০ গোলে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পরই কাশিয়ানি উপজেলা একটি পেনাল্টির সুযোগ পেয়ে গোল করে খেলা সমতায় আনে। দ্বিতীয় উভয় দল গোল করার চেষ্টা করে কেউ গোল করতে না পারায় ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।  শেষ পযন্ত ফলাফল নির্ধারনের জন্য খেলা টাই ব্রেকারে গড়ায়। টাইবেকারে কাশিয়ানি ৪ গোল আর কোটালীপাড়া ৩ গোল করে। ফলে কাশিয়ানি উপজেলা একাদশ ৫-৪ গোলে জিতে ফাইনালে উঠে মাঠ ছাড়ে।

আগামী ০৭ জুন কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।