নিজস্ব প্রতিদেক,নড়াইল
নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি’র অফিসে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মি আহতের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ কে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরোও ৬/৭জন কে।
সোমবার (১০মার্চ) বিকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, শুক্রবার(৭ইমার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোবরা স্টান্ডে বিএনপি’র নেতা-কর্মিরা ইউনিয়ন বিএনপি’র অফিসে বসে মিটিং করছিল। এসময় দুর্বৃত্তরা তাদের লক্ষ করে ৩টি বোমা হামলা চালায়। বোমা হামলায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও গোবরা গ্রামের হামিদ মোল্যার ছেলে বাবু মোল্যা (৫৫), গোবরা গ্রামের আবুল হেসেন গাজীর ছেলে নিউটন গাজী (৩৯) ও একই গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটু(৪২) নামে তিনজন নেতা-কর্মি আহত হয়েছে। আহতদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটুর অবস্থা আশংখা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাজেদুল ইসলাম মঙ্গলবার (১১মার্চ) সকালে বলেন, বোমা হামলার ঘটনায় সোমবার বিকালে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ কে প্রধান আসামী করে ৮জনের নামসহ অজ্ঞাত আরোও ৬/৭জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    