Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে করোনা শনাক্ত ৫৮ শতাংশ, আজ থেকে লকডাউন

MEHADI HASAN
জুন ১২, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ১৯ জুন ৬টা পর্যন্ত জেলার কয়েকটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় ওই সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের পর রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। গত শুক্রবার ৮৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৫১ জন। শনাক্তের হার ৫৮ দশমিক ৬২ শতাংশ।

গণবিজ্ঞপ্তিতে জানা গেছে, নড়াইল পৌরসভা, নড়াইল সদর উপজেলার কলোড়া ও সিঙ্গাশোলপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ও লোহাগড়া বাজার এলাকা লকডাউনের আওতাভুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত এসব এলাকায় লকডাউন কার্যকর থাকবে। এসব এলাকায় বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না, আবার কেউ বাইরেও যেতে পারবে না। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ, সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্পসংশ্রিষ্ট যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৪ থেকে ১১ জুন পর্যন্ত ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। শনাক্তের হার ৩৩ দশমিক ৮৬ শতাংশ। গতকাল শুক্রবার ৮৭ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৮ শতাংশের বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।