Nabadhara
ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী বিএনপির আহবায়ক টুলু বিশ্বাসের বড় ভাইয়ের ইন্তেকাল

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
মে ১৭, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাসের বড় ভাই এবং চিতলমারী যুবদলের প্রথম আহবায়ক আমিনুল হক লালু বিশ্বাস (৬০) বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—— রাজিউন) তিনি উপজেলার পাটরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম এনামুল হক খোকা বিশ্বাসের ছেলে।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টায় পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

 

জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলা, উপজেলা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে পাটরপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের ছোট ভাই ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমার বড় ভাই লালু বিশ্বাস ছিলেন একজন নিরহংকার ও সাদা মনের মানুষ। সকলের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এক সময় তিনি চিতলমারী জাতীয়তাবাদী যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তার মরহুম ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।