Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলাকে লকডাউন ঘোষণা

MEHADI HASAN
জুন ২৩, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী: 

করোনা সংক্রমক বেড়ে যাওয়ায় লোকসমাগম এড়াতে বাগেরহাট জেলায় ৭দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে এই লকডাউন ৩০ জুন মধ্য রাত পর্যন্ত বলবত থাকবে। বুধবার ২৩ জুন বিকেল ৫টায় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই ঘোষনা দেন।জেলা প্রশাসক জানান, করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলায় করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় জেলায় লকডাউন ঘোষনা করা হয়েছে। এই লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইন গত ব্যাবস্থা নেয়া হবে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন আলী জানান, করোনা মহামারী বেড়ে যাওয়ায় বাগেরহাট জেলার অংশ হিসেবে চিতলমারী উপজেলা ও লকডাউনের অন্তর্ভুক্ত হয়েছে। । লকডাউনে উপজেলায় গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরী সেবা ও কৃষিপণ্য পরিবহন এর আওতা মুক্ত থাকবে। সন্ধ্যা থেকে প্রতে্ক ইউনিয়নে জন সাধারকে বাড়তি সতর্ক করতে মাইকিং করা হয়েছে।এই লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইন প্রয়োগ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।