বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি
বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আঃ সালাম মাঝিকে সভাপতি করে বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন অন্তবর্তীকালীন (অ্যাডহক)কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। ২৭ জুলাই ২০২৫ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন প্রদান করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিমকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাস্টার মোঃ আব্দুস সোবাহান। এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোঃ আয়নাল শিকদারকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
স্থানীয়দের আশা, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।