Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশাল পৌর বিএনপি সভাপতির বি/রুদ্ধে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে আইনি পদক্ষেপ

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি এবং পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও প্রতিবেদনের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি “Face The People” এবং “ভয়েস অব মেহেরপাড়া” নামক দুটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও নিশ্চিত করেন।

এক বিবৃতিতে মোঃ আলম মোল্লা বলেন, “উক্ত সংবাদমাধ্যমে প্রকাশিত যেসব অভিযোগ তোলা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমি আমার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো চাঁদাবাজির সঙ্গে কখনো জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। যদি কেউ আমার বিরুদ্ধে ১ টাকারও চাঁদাবাজির প্রমাণ দিতে পারে, আমি স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে দেবো।”

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টায় লিপ্ত। সংবাদমাধ্যমের আড়ালে থেকে তারা এই অপপ্রচারে মদদ দিচ্ছে।

জনপ্রিয় রাজনীতিক মোঃ আলম মোল্লা ২০১৪ সালে সরাসরি জনগণের ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একজন সফল ঠিকাদার এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

তিনি বলেন, “গঠনমূলক সাংবাদিকতাকে আমি সবসময় সম্মান করি। কিন্তু যারা সাংবাদিকতার নীতিমালা না মেনে রাজনৈতিক হীন উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।”

এ সময় তিনি গণমাধ্যমকে সতর্ক করে বলেন, “যদি সত্যিকার কোনো অভিযোগ থাকে, তা প্রমাণসহ উপস্থাপন করুন। অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা সফল হবে না।”

পরিশেষে পলাশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি নিরপরাধ। আপনারা বিভ্রান্ত হবেন না। সত্যের জয় হবেই। আমি আপনাদের ভালোবাসা আর আস্থাকে ভিত্তি করেই রাজনীতি করে এসেছি এবং আগামীতেও করবো। খুব শিগগিরই মিথ্যার মুখোশ উন্মোচিত হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।