Nabadhara
ঢাকাসোমবার , ৫ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় এক গৃহবধুর আত্মহত্যা !

MEHADI HASAN
জুলাই ৫, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

কচুয়ায় এক গৃহবধুর আত্মহত্যা করেছে। জানা যায় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের মঘিয়া গ্রামের শিকদার মোকছেদ আলীর মেয়ে (দুই সন্তানের জননী) গৃহবধু শিলা বেগম (২৪) গত ৪ জুলাই বাবার বাড়ির বসত ঘরের পিছনে রান্না ঘরের উত্তর পাশে কঁচা গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মেয়েটির বাবার দাবী তার মেয়েকে তার জামাতা মানুষিক ভাবে অত্যাচার করার কারনে তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি নবধারা কে বলেন, আমার মেয়ের বিবাহের পরে ১টি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে আমার জামাতা সোহেল মিনা প্রায়ই আমার মেয়েকে শারীরিক ও মানষিক ভাবে অত্যাচার করতো। এভাবে আমার নাতনীর বয়স আড়াই বছর হয়। পরে আবার গত ঈদে আমার মেয়ের আরও একটি পুত্র সন্তান হয়। কিন্তু আমার জামাতা সোহেল তার স্ত্রী (শিলা) কে তার শশুর বাড়িতে নিতে চাই না। এই বিষয় নিয়ে প্রায়ই আমার মেয়ের সংগে আমার জামাতার ঝগড়া লেগেই থাকতো। আমার ধারনা এ কারনেই আমার মেয়ে শিলা আমার জামাতার অত্যাচার সহ্য করতে না পেরে গত ৪ জুলাই আমার বাড়িতে আত্মহত্যা করেছে।

এব্যাপারে কচুয়া থানায় গৃহবধুর পিতা শিকদার মোকছেদ আলী বাদী হয়ে একটি আত্মহত্যা মামলা রুজু করেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরাতহাল করার জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।