বাইজীদ সা’দ, ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) সংক্রমিত হয়ে কেরামত আলী খান (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত কেরামত খানের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে।
এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ৮ জনে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন নবধারা কে জানান, গত ৫ জুলাই মৃত কেরামত আলীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন থেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার (৭ জুলাই) সকালে তিনি মারা যান।
তিনি আরো জানান, ২৪ ঘন্টায় ২০ জন সহ মোট আক্রান্ত ৬৪৯, সুস্থ্য ৪৯৫, হোম আইসোলেশনে ১৩৮ জন, হাসপাতালে ৮ জন ও মৃত মোট ৮ জন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।