Nabadhara
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদার বেংহাড়ি এলাকায় শতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার বোদা উপজেলার খানপাড়া গ্রামে কৃষি উদ্যোক্তা মোঃ সুলতান আহমেদের স্বপ্নের বাগান রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে নষ্ট হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) ভোরে তার বাড়ির পাশে লাগানো শতাধিক সুপারি, লটকন ও মেহগনি গাছ পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়।

 

স্থানীয়রা জানান, সুলতান আহমেদ কয়েক বছর ধরে নিজের বাড়ির চারপাশে নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করে আসছেন। প্রায় দুই বছর আগে শতাধিক সুপারি, লটকন ও মেহগনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু গত রাতের আঁধারে কে বা কারা এই গাছগুলো কেটে ফেলে।

 

ক্ষতিগ্রস্ত সুলতান আহমেদ বলেন, “সম্ভবত পূর্ব শত্রুতার কারণে কেউ আমার বাগানের গাছগুলো কেটে দিয়েছে। সন্তানের মতো যত্ন করে গড়ে তোলা গাছগুলো নষ্ট হয়ে গেছে, যা আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মানসিকভাবেও আমি ভীষণ কষ্ট পেয়েছি। এভাবে চলতে থাকলে আমি সর্বশান্ত হয়ে যাবো। নিজের পৈত্রিক জমিতে গাছ লাগিয়েও আজ শঙ্কায় আছি—আজ গাছ কেটে দিয়েছে, কাল হয়তো আরও বড় ক্ষতি হতে পারে।”

 

এ বিষয়ে ব্যাংহারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সুলতান আহমেদ কয়েক বছর আগে আম, লিচু, পেয়ারা, জাম্বুরা, কাঁঠাল, তেজপাতাসহ নানা প্রজাতির গাছ লাগিয়েছিলেন। সম্প্রতি নতুন করে চারা লাগালেও দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছগুলো কেটে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তি দিতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।