Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক মেম্বারসহ ৩ জন আহত

MEHADI HASAN
আগস্ট ১২, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কাতেবার শেখ (৫৫) নামের এক মেম্বরসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত কাতেবারকে খুলনা মডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

১২ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ৯ টায় উপজেলার আমবাড়ি গ্রামের খাইরুল শেখের বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসনের পক্ষ ও কাতেবার শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলা। এরই জের ধরে ওই দিন সকাল ৯ টার দিকে কাতেবার শেখ এবং ওই গ্রামের হায়দার শেখের ছেলে মুন শেখ (৪০) বনগ্রাম বাজার থেকে ফেরার পথে খাইরুল শেখের বাড়ির সামনে পৌছালে আলমগীরের পক্ষের লোকজন তাদের কুপিয়ে গুরুতর জখম করে।এসময় পাশের বাড়ির এখলাজ শেখ (৫০) ঠেকাতে গিয়ে তিনিও আহত হয়েছেন।

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়। এর মধ্যে কাতেবার শেখের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া নবধারা কে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।