Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো সোনালী ব্যাংক লিঃ

MEHADI HASAN
আগস্ট ১২, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ সরকারের রাষ্ট্র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সি এস আর)এর আওতায় চলমান করোনা ভাইরাস (কোভিড ১৯) এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সোনালী ব্যাংক লিমিটেড সারা দেশে করোনাভাইরাস এ ক্ষতিগস্ত পরিবারের মাঝে সহায়তার জন্য বাংলাদেশ সরকার কে ২২ কোটি টাকা হস্তান্তর করে।

এরই ধারাবাহিকতায় নড়াাইল জেলায় ৬ লাখ ৫০হাজার টাকা জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগস্ত অসহায় ৩২৫টি পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২আগস্ট) বিকাল ৩টায় কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৭২ টি পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড কালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম সহ সহায়তা প্রাপ্ত ব্যক্তিগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।