নবধারা ডেস্ক
‘কিস্তির টাকা না পেয়ে গৃহিনীর আংটি ও বদনা নিল এনজিও’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)।
প্রতিষ্ঠানের পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ৯ নভেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত উক্ত খবরটি সম্পূর্ণ সত্য নয় এবং তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, বাগেরহাটের চিতলমারীর উত্তরপাটর পাড়া গ্রামের শ্রাবণী হীরা (স্বামী রিপন রায়) ডিএফইডি’র চিতলমারী শাখার সদস্য (সদস্য নম্বর ১৭৪-০২২-০১৪)। তিনি গত ১৪ জুন ৫০ হাজার টাকা বিনিয়োগ নেন। দুই কিস্তি পরিশোধের পর তার স্বামী বাড়ি থেকে পালিয়ে গেলে দীর্ঘদিন ধরে কিস্তি বন্ধ থাকে।
প্রতিষ্ঠান দাবি করে, বারবার তাগাদা দেওয়ার পর সদস্য নিজেই প্রস্তাব দেন টাকার বিনিময়ে কিছু জিনিসপত্র জমা দিতে। প্রথমে অফিস রাজি না হলেও তিনি অনুরোধ জানালে বাজারমূল্য যাচাই সাপেক্ষে তিনি স্বেচ্ছায় একটি আংটি ও দুটি কাসার বদনা অফিসে জমা দেন, যার মূল্য প্রায় ৮ হাজার ৮০০ টাকা। সদস্য ও তার শাশুড়ি এক মাসের মধ্যে টাকা পরিশোধ করে মালামাল ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদে উল্লেখিত ৪০ হাজার টাকার ঋণের তথ্য মিথ্যা। বাস্তবে তিনি ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সংবাদটি উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য উপস্থাপন করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করেছে বলেও উল্লেখ করা হয়।

