Nabadhara
ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

MEHADI HASAN
আগস্ট ২৯, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের সুন্নি ওলামা মাশায়েখ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোববার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন রুপা চৌধূরী প্রতিবন্ধী স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ও ওষুধ প্রদান। দিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পে ৪ শত নারী-পুরুষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় সেবা নেন।

চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাকিম মাওলনা আনছার আহম্মদ সিদ্দিকী, সেবা প্রদান করেন  (বিএসএমএমইউ) ডা. এম মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর(সুন্নি) সভাপতি মাওলনা ইয়াসিন,
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, চরকুলিয়া মহিলা মাদ্রাসার সভাপতি এস এম মিজানুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার শেখ ইউসুফ আলী, রুপা চৌধূরী প্রতিবন্ধী স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ কামরুজ্জামান প্রমূখ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহিদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।