Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গভীর শ্রদ্ধায় খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় গভীর শ্রদ্ধা ও মর্যাদার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জিয়াসেতুর পূর্ব পাশে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কারুজামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।