Nabadhara
ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিজয়া দশমীতে সিদুর খেলায় মাতলেন নারীরা

MEHADI HASAN
অক্টোবর ১৬, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

চিতলমারীতে শুক্রবার বিজয়ার দশমীতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব সম্প্রদায় মানুষের মধ্যে নিরান্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্কা নিয়ে দেবী দুর্গার বিদায়ের বেলায় ভক্তদের মাঝে সর্বত্র বিষাদের সুর লক্ষ্য করা গেছে।এসময় নারীরা সিদুর খেলায় মেতে উঠেন।একেঅপরের সিতে সিদুর পরিয়ে দেন।

পাশাপাশি বিজয়া দশমীতে র্দুগা দেবী মহিষাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় বিজয়ের আনন্দে মেতে উঠেছেন ভক্তরা। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে বিজয়া দশমী উদযাপন করছেন ভক্তরা। পুরোহিতদের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে মা দুর্গাকে বিদায় জানানো হয়। এসময় অনেক ভক্তরা কান্নায় ভেঙ্গে পড়েন।

চিতলমারী খড়ম খালী পুজা মন্ডপে ও বড়বাগ পুজা মন্ডপে অনেক নারীরা জানান, তারা দুর্গা মায়ের কাছে প্রর্থনা করছেন, মা যেন স্বমী- সংসারসহ সবাইকে প্রতিটি মুহুর্তে সুখ শান্তিতে রাখেন। সে জন্য একে অপরের সিতেতে সিদুর পরিয়ে দেন। এছড়া করোনা মহামারি থেকে মুক্তি ও দেশের প্রতিটি মানুষ যেন শুখ শান্তিতে থাকতে পারে তার জন্যও প্রর্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।