Nabadhara
ঢাকাবুধবার , ২৭ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের নব-নির্বাচিত চেয়ারম্যনদের শপথ গ্রহণ

MEHADI HASAN
অক্টোবর ২৭, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাট জেলার ৯ উপজেলার ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবপ্রসাদ পাল, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট জেলার ৯ উপজেরার ৭৫ ইউনিয়নের মধ্যে ৬৬ জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন।এরমধ্যে দিয়ে স্ব-স্ব এলাকার ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব পালনে কোন বাধা রইলনা। এছাড়া বাকি ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২ নভেন্বর, ১১ নভেন্বর ও ২০ নভেন্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ।এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহব্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।