Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বুদ্ধি প্রতিবন্ধী মনির শেখ হত্যা মামলার মূল অভিযুক্ত মামুন শেখ আটক

MEHADI HASAN
নভেম্বর ২, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বুদ্ধি প্রতিবন্ধী মনির শেখ হত্যা মামলার মূল হোতা(পরিকল্পনাকারী) ইউপি সদস্য মামুন শেখ(৩৮)কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। মঙ্গলবার বিকালে  মোল্লাহাট  উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তাকে আটক করে।
আটক মামুন শেখ উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের মৃত আলী শেখের ছেলে।

গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি পরিত্যাক্ত ঘর থেকে কুপিয়ে এবং জবাই করা অবস্থায় মনির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মনির শেখ (৩০) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের মজিদ শেখের ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী হলেও পেশায় কৃষক ছিলেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে মনির শেখ হত্যা মামলার মূল হোতা(পরিকল্পনাকারী) ইউপি সদস্য মামুন শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী মনির শেখ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওসি জানান। তবে কী কারণে মনির হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। আটকৃত আসামীকে বাগেরহাট আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শাসন গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে মনির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কুপিয়ে এবং জবাই করে মনিরকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এঘটনায় মনির শেখের ভাই কবির শেখ বাদি হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মনির হত্যা মামলায় মোট ১১জনকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।