নিলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌছেছে বহু কাক্ষিত করোনা টিকা। আজ শনিবার সকালে ১৫৫ ডোজ টিকা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছেছে বলে স্বাস্থ্য কমপ্লক্সেটির সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন নবধারা কে বলেন, আগামীকাল রবিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় করোনা টিকার প্রদানের প্রথম কাজটি শুরু হবে। এ সময় করোনা সম্মূখ সারির যোদ্ধা অথবা সংশ্লিস্ট এমন ৪০ জনকে টিকা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, রেজিষ্টেশনের মাধ্যমে পর্যায়ক্রমেে আমরা সবাইকে এই টিকার আওতায় আনতে পারবো।
নবধারা // এমএইচ০০৭