Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোাহাগড়ায় ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আঃলীগের ২বিদ্রোহী প্রার্থী

Bayzid Saad
ডিসেম্বর ১৮, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ও নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের দুজন ‘বিদ্রোহী’ প্রার্থী। আজ শনিবার সকালে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং একই দিন বিকালে নোয়াগ্রাম ইউপির এল জেএস ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জয়পুর ইউনিয়নের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও বিদ্রোহী প্রাথী আনারস প্রতিকের আখতার হোসেন ও নোয়াগ্রাম ইউনিয়নের ঘোড়া প্রতিকের প্রার্থী এ কে এম কবিরুল হক লাবু।

এ সময় তারা দলের প্রতি আস্থা ও সম্মান রেখে জয়পুর ইউপিতে আ’লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সুমন ও নোয়াগ্রাম ইউপিতে মুন্সী জোসেফ হোসেনকে ভোট দেওয়ার জন্য সমর্থকসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং একই সাথে উপজেলা আ’লীগ থেকে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা আ’লীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, নড়াইল জেলা আ’লীগের সহ সভাপতিসিকদার আজাদ রহমান, আ’লীগ নেতা সৈয়দ আকরাম আলী আখিদুল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।