নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে অগ্নিকান্ডে ১০টি ঘর ভষ্মিভূত হয়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিয়ানীর ব্যাসপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় একই বাড়িতে চার পরিবারের ১০ টি ঘর ছিল। আগুন লেগে ঘরে থাকা নগদ টাকা, মালামাল ও গরু ছাগল আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ছাই হয়ে যায়।
রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জাগো নিউজকে জানায়। ক্ষতিগ্রস্থরা হলো মোঃ সোহেল সরদার, মোঃ হারেজ সরদার, মাসুদ বিশ্বাস ও রিপন সরদার।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাতেই কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায় ও জেলা পরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান লুথু ঘটনাস্থল পরিদর্শন করেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।