নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কৃষি মন্ত্রলায়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদার।
তিনি আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোঃ সোহরাব হোসেন,উপ মহা পরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগির, পরিচালক (প্রশাসন ) নেছার উদ্দিন জুয়েল,পরিচালক প্রগ্রাম ও পরিকল্পনা জগদিস এস, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. অরবিন্দু কুমার রায়, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিন সহ বিটিভির উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।