শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় লোহাগড়া সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের লেঃ মতিউর রহমান হল রুমে মুন্সী মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন লাইব্রেরীর চেয়ারম্যান লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নিবার্হী অফিসার রোসলিনা পারভীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লোহাগড়া সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আকবার হোসেন, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক ও রাম নারায়ন পাবলিক লাইব্রেরীর সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক এ্যাডঃ আবদুস ছালাম খান, আ’লীগ নেতা ফয়জুল হক রোম , রাম নারায়ন পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সস্পাদক সৈয়দ আকরাম আলী আখিদুল ও প্রয়াত প্রধান শিক্ষক মুন্সী মোয়াজ্জেম হোসেনের সহধমির্নী মাজেদা বেগম প্রমুখ ।
পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৬০ জন শিক্ষার্থীর মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ করেন।
One thought on "মুজিববর্ষ উপলক্ষে লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ "