মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে উপজেলা হলরুম বজ্রকন্ঠে সারাদিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের ডি ডি এল জি মো: আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মোঃ দেদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।