Nabadhara
ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহা আড়ম্বরে মোড়েলগঞ্জে উদযাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৪, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জে। আজ রোববার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক উদ্ধোধন হয় এই অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সাংবাদিক গনেশ পাল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ। আলোচনার পরে বিভিন্ন প্রজাতির মাছ পুকুরে অবমুক্ত করা হয়।

এ সময় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের উন্নয়নের কথা সার্বক্ষনিক ভাবেন। মৎস্য সম্পদ আহরণে বাংলাদেশ তৃতীয় স্বান অধিকার করে বিশ্বে মান অক্ষুন্ন রেখেছেন। মৎস জিবি মানুষেরা দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।