Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  ভোলায়  পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে ফরিদপুর জেলা ছাত্রদলের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ২:৩০ মিনিটে  ফরিদপুর শহরের হাজরা তলা থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এর  সভাপতিত্বে ভোলায় পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করা হয়।
 বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন সনেট,ভিপি রেজা,আব্দুল্লাহ আল মামুন রতন,যুগ্ম সম্পাদক রাহাত খান মিশু, জহিরুল ইসলাম এ সময় সংগঠনের  অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বর্তমান সরকার জনগণের কন্ঠ রোধ করার জন্য তাদের পেটুয়া বাহিনী পুলিশকে ব্যাবহার করছে। কেউ তাদের অন্যায় কাজের বিরুদ্ধে কথা বললে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করছে যার প্রমাণ আমরা দেখতে পাই ভোলায় ছাত্র দল সভাপতি ও যুবদল কর্মীর হত্যাকান্ডের মধ্যে। কিন্তু এভাবে একটা দেশ চলতে পারে না। অচিরেই এই হত্যাকান্ডের বিচার করতে হবে এবং ব্যার্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।