Nabadhara
ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ বোমা হামলার প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল

শপিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ১৭, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশ ব্যাপী সিরিজ বোমা হামলা, সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোব কর্মসূচি পালন করেছে চিতলমারী উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।

বুধবার ( ১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগ দলীয় কর্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সহ-সভাপতি ইঞ্জিনিয়র শেখ রফিকুল ইসলাম তাপস,আলহাজ্ব বাদশা মিয়া, সদও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, যুগ্ম- সম্পাদক শেখ কেরামত আলী, যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস,এম মাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি- জামায়াত জোট সরকারের শাসনামলে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারা জঙ্গিদের লালন- পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামীলীগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।