গাজীপুর জেলায় যোগদানকৃত জেলা পুলিশের নতুন পুলিশ সুপার কাজী শফিকুল আলম মঙ্গলবার(০৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে জেলায় কর্রত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন, গোলাম রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন অগ্রাধিকার ভিত্তিতে জেলার মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ, কিশোর অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করা হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে তিনি গাজীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।