Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি চলমান, ভোগান্তিতে শিক্ষার্থীরা

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের দুই দফা দাবি পূরণ না হওয়াতে কর্মবিরতি চলমান রয়েছে।

এর আগে, বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয়।

গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে শিক্ষকদের আপগ্রেডেশন সহ অন্যান্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হলেও রাতে শিক্ষক সমিতি কর্তৃক এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি চলমান রাখার সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পরিপূর্ণ দাবি-দাওয়া না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হল।

এদিকে শিক্ষকদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।অনিশ্চিত ভোগান্তিতে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, করোনার কারনে এমনিতেই অনেক পিছিয়ে গিয়েছি,এখন প্রতিটা মুহুর্তে আতংকে থাকি ক্লাস-পরিক্ষা বন্ধ ঘোষণা নিয়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের ভিতরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করেন শিক্ষকরা। ফলে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কক্ষে তালা ঝোলানো রয়েছে।তবে বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার (৮ নভেম্বর) রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।