শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে মধুমতি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে । শনিবার ২৭ মার্চ সকালে নদীর তীরবর্তি মহিষাপাড়া গ্রামবাসীর উদ্যোগে এমানববন্ধন অনুষ্টিত হয় ।
গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ নদীর পাড়েূ ঘন্টা ব্যাপি মানববন্ধনকরেন ।
এসময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সস্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, আত্তয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদ্যস মোঃ জিন্নাত আলী, আবু সাইদ শেখ, এস কে দেলোয়ার হোসেন, সেলিম শিকদার, ছাবিনা বেগম, ফিরোজা বেগম, লিপি বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, বালু ব্যবসায়ীরা এভাবে মধুমতি নদী থেকে ড্রেজার দিয়ে বালু কাটলে নদীর পাড় ভেঙ্গে মহিষাপাড়া গ্রাম নদীতে বিলিন হয়ে যাবে । গ্রাম রক্ষার জন্য নদীর পাড়ে শত শত নারী পুরুষ জড়ো হয়েছে ।
তারা দ্রুত সংশ্লিষ্ঠ কতৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেছেনে।