নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলী আহম্মেদের সভাপতিত্বে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা নদীরপাড় মাদ্রাসা মার্ঠে এ শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজী মাহবুব রহমান মাহাবুব।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের শাহারিয়ার আয়নাল,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ, জামাল,বিল্লাল,জসিম,ওমর ফারুক মিলন,আবু, রমজান,মফিজুল প্রমুখ।