Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে করোনায় মৃত-১, নতুন শনাক্ত-৩, মোট শনাক্ত-৭

MEHADI HASAN
এপ্রিল ১৫, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগরহাটের মোল্লাহাটে করোনায় আক্রান্ত হয়ে মোমরেজ মোল্লা (১০৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান । তাঁর বাড়ি উপজেলার উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস নবধারা কে জানান , করোনা আক্রান্ত হয়ে মোমরেজ মোল্লা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩ ব্যক্তির শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ১২ টায় তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন ১.উপজেলার আস্তাইল গ্রামের তামান্না (১৮) তাঁর পিতার নাম ইলাহি বিশ্বাস,২. উপজেলার কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী গ্রামের আঃ আজিজ শেখ তাঁর পিতার নাম প্রয়াত সিদ্দিক শেখ এছাড়া উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক হাওলাদার কামরুজ্জামানের করোনা শনাক্ত হয়েছে। গত ৮ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর মেশিনে পাঠালে আজ তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এই নিয়ে মোল্লাহাটে করোনার দ্বিতীয় ধাপে ১ জনের মৃত্য এবং ৭ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন মোল্লাহাট বাসী যদি স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করে তাহলে এই সংক্রমন আরো দ্রুত গতিতে ছড়াবে তাই সবাইকে তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।