Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীবাসীর ভালবাসায় শিক্ত ওসি মীর শরিফুল হক, প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

Bayzid Saad
এপ্রিল ২৯, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক দুই বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে  সফলভাবে চিতলমারী থেকে বিদায় নিলেন। বিদায়ে এ উপজেলার মানুষের ভালবাসায় শিক্ত হয়ে স্বাভাবিক নিয়মে নড়াইল জেলায় বদলি হওয়ায় তাকে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সভাপতি পংকজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, চিতলমারী আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমানসহ চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও পৃথক পৃথক ভাবে চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, চিতলমারী সদর ইউপি পরিষদ, চিতলমারী উপজেলা পুলিশিং কমিটি, চিতলমারী সাহিত্য পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, শুরসাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন সামাজিক সংস্কতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওসি মীর শরিফুল হক’কে বিদায় সংবর্ধনা প্রদান করেণ।

নবধারা/বিএস

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।