Nabadhara
ঢাকাসোমবার , ৩ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ! আহত ৩

MEHADI HASAN
মে ৩, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পেচিডুমুরীয়া গ্রামে প্রতিবেশী দু’গ্রুপের মাঝে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত তিন জন আহত এবং দু’জনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ৩ মে (সোমবার) সকালে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হল, ওই গ্রামের মৃত কুশই শেখের ছেলে সুলতান শেখ (৬২), ও সুলতান শেখের ছেলে কদর শেখ (৪০) এবং আহতরা একই গ্রামের মৃত মাহাত্তাব মোল্যার ছেলে জিয়া মোল্যা (৪০) ও তার স্ত্রী শাহানাজ বেগম (২৮) মাহাত্তাব মোল্যার ছেলে মিলন মোল্যার স্ত্রী মীরা বেগম (৩৫)। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থাণীয় ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন অনুমান রাত ৩টার দিকে প্রতিবেশী মৃত কুশই শেখের ছেলে সুলতান শেখ মিলন মোল্যার গোয়াল ঘরে গোপনে গোবর নিতে আসে। রাতে সেহেরী খেতে উঠে মিলনের স্ত্রী মীরা বেগম সুলতান শেখকে দেখে ফেলে এবং সকালে তার যা শাহানাজকে জানায়। এভাবে ঘটনা ছড়িয়ে পড়লে সুলতান শেখ ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের জিয়া মোল্যা (৪০) ও তার স্ত্রী শাহানাজ বেগম (২৮) মাহাত্তাব মোল্যার ছেলে মিলন মোল্যার স্ত্রী মীরা বেগম (৩৫) আহত করে। পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকে সুলতান শেখ, ও সুলতান শেখের ছেলে কদর শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মৃত জাফর মোল্যার ছেলে অলিয়ার রহমান ও মৃত নজিম শেখের ছেলে বোরহান শেখ জানান, জিয়া মোল্যার মাথায় ও পিঠে দেশীয় ভারী অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে এবং আহত মহিলাদের হাতে ফোলা জখম হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সুলতান শেখের স্ত্রী পারুল বেগম (৬০) বলেন, ওরা আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে চোর সাব্যস্ত করায় উনি শুনতে গেলে জিয়া ও তার বৌ ও ভাই বৌ মিলে আমার স্বামীকে মারধর করেছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা সেখানে পৌছে দু’জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।