Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় টিম ডিএই এর নমুনা শস্যকর্তন ও গেঞ্জি বিতরণ অনুষ্ঠিত

MEHADI HASAN
মে ৪, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

৪ই মার্চ রোজ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোটালীপাড়ার আয়োজনে কোটালীপাড়ার পৌরসভা ব্লকের রাঢ়ীর বিল গ্রামের বোরো চাষী বলরাম রত্নের রোপনকৃত ব্রিধান-৮৯ ধানের জমিতে নমুনা শস্যকর্তন অনুষ্ঠিত হয়।

কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাধাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি- বাবু সর্বানন্দ বৈদ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , কোটালীপাড়ার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব- কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, স্বপন মহালদার, মনোজ কুমার মৃধা ও সুমন মৈত্র ।

কর্তনকালীন সময়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বলেন – এ বছর কোটালীপাড়ায় ২৪৯৪৫ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে এবং বোরোধানে বাম্পার ফলন হয়েছে, যদিও বিগত ০৪/০৪/২০২১ ইং তারিখে কোটালীপাড়ায় বয়ে যাওয়ায় কিছু জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় আবাদকৃত জাতের উপজেলা পর্যায়ে প্রতিটির জন্য ২০ বর্গমিটার করে একটি উত্তম, একটি মধ্যম ও একটি নিম্ন ফলনের ধানের নমুনা শস্যকর্তন করে থাকি এবং ব্লক পর্যায়ে আরো বেশী নমুনা কর্তন করা হয়, তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্তন। এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে আগত চাষীদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদানের জন্য আগত চাষীদের মাঝে ব্যক্তিগত তরফে গেঞ্জি বিতরণ করা হয়। এতে গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার প্রায় ৫০ জন কৃষক / কৃষানী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।