Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ জীবনে ফিরতে সমাজের বিত্তবানদের সহযোগীতায় চায় রেজাউল

MEHADI HASAN
মে ২০, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা পূর্ব পাড়া গ্রামের রিজাউল মোল্যা (৬২) দীর্ঘ দিন যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় অসাড় দেহ নিয়ে খুপড়ি ঘরে দিন কাটাচ্ছে। তার ধারনা একটা ভাল ডাক্তার দেখালে সে সুস্থ জীবনে ফিরে আসবে। সমাজের বিত্তবানদের কাছে সে সুস্থ জীবনে ফেরার আকুতি জানিয়েছে।

গত (বৃহস্পতিবার) ২০ মে সরজমিনে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রিজাউল ছোট্টবেলা থেকেই ঘাত প্রতিঘাতের মাঝে বড় হয়েছে। অনাহারে ও দিন কেটেছে । তিনি পেশায় একজন দিন মজুর, তার সংসারে দুই ছেলে, দুই মেয়ে ও এক স্ত্রী।

তার ছেলে মিলন মোল্যার (২৪) সঙ্গে কথা হলে সে আবেগ আপ্লুত হয়ে বলে আমার বাবা কোনদিন সুখের মুখ দেখে নাই। সারাটা জীবন শুধু কষ্টের সঙ্গে লড়াই করেছে। কিছু দিন আগে ছোট বোনের বিয়েতে এক লক্ষ বিশ হাজার টাকা সুদে আনে, যাহা আমরা কেউ জানি না। তিনি কখনও তার কষ্টের কথা আমাদের বলত না এবং বুঝতেও দিতো না। আমাদের নিজস্ব কোন জমিজমা নেই। বিশ শতক জমি বর্গা চাষ করে যে ধান হয় তা হয়ত এক/দুই মাসের চাউলের খরচ হয়। বাকি সময়টুকু আমার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাত। তাছাড়া আমার মা ও জটিল স্ত্রী রোগে ভুগছে। মিলন সাংবাদিক কে বলেন, স্যার যে ভিটায় বসবাস করি, তাহা আমার চাচা মিজান ম্যোলা বাবার কাছ থেকে ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। আমাদের থাকার ভিটা বাড়িটুকু তিুনি কেঁড়ে নিয়েছেন। এখন পুরো পরিবারের দায়িত্ব আমার ঘাড়ে। বাবার চিকিৎসা করাব না সংসার চালাব ? আমারত অত টাকা নেই ! সে কান্না জড়িত কন্ঠে বলে বিধাতা কি এত নিষ্ঠুর ! স্যার আমার একটা কিডনি বেঁচে দিবেন ! সেই টাকা দিয়ে আমার বাবাকে চিকিৎসা করাতাম। বাবার অসাড় দেহটি আর দেখতে পারছি না ! বাবা বলেন, মিলন আমাকে ডাক্তার দেখালে, আমি ভালো হয়ে যাব। বিধাতা কি আমার বাবার ডাক শুনছেনা ! সমাজে কি কেউ নেই, আমার বাবাকে একটু চিকিৎসা করাবে।?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।